বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টেরদেরক ঢুকতে দেয়া হচ্ছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টেরদেরক ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটিতে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সকালে গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর একথা বলেন তিনি। এসময় ইভিএমে ভোট দিতে বিড়ম্বনার কথা জানিয়ে তার মায়ের ভোট দেয়ার সময় মেশিন ব্রেক ডাউন হওয়ায় নানা আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য তারা জানেন। তারপরও জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে থাকার কথাও জানান তিনি। এছাড়া নিরপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষের কথা জানান তাবিথ আউয়াল।





















