মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব জানান তিনি। শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রতিষ্ঠানটির গত ১০ বছরের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে ২০১৯ সালের ২১ মে সুইডেনের বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অংশীদারের স্বীকৃতি পেয়েছে। এর ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি বাংলাদেশি মেরিন ক্যাডেটদের মর্যাদা এবং বিদেশি জাহাজে চাকরির সুযোগ বাড়বে।















