জোহানেসবার্গ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে হারিয়েছে ইংল্যান্ড
- আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জোহানেসবার্গ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে হারিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের দেয়া ৪৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭৪ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। এ জয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো ইংলিশরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন পিটার মালান ও ডিন এলগার। ২২ করে ক্রিস ওকসের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মালান। পরে এলগারের সঙ্গী হন ফন ডার ডুসেন। গড়েন ৫০ রানের জুটি। ২৪ রানে এলগার বিদায় নিলেও, লড়াই চালান ডুসেন। তবে, যোগ্য সঙ্গের অভাব ভুগিয়েছে এই ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত ডুসেন ৯৮ রানে সাজঘরে ফিরলে, আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৮৩ রান। এদিকে, প্রথম ইনিংসে চারশ করার পর দ্বিতীয় ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছিল স্বাগতিকরা।




















