চরমোনাই’র পীরের মনোনীতরা নির্বাচিত হলে রাজধানী হবে “স্মার্ট ঢাকা”

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটিতে চরমোনাই’র পীরের মনোনীতরা মেয়র নির্বাচিত হলে রাজধানী হবে– স্মার্ট ঢাকা। নগরীর পানি সংকট, জলাবদ্ধতা, যানজট ও বায়ুদুষণ রোধেও দ্রুত পদক্ষেপ নেয়া হবে। রাজধানীতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ ফজলুল করীম একথা বলেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আবদুর রহমান এবং উত্তরের শেখ ফজলে বারী মাসউদ তাদের ইশতেহার তুলে ধরেন। তারা বলেন, ঢাকায় পানির সমস্যা ও অপরিচ্ছন্নতা দীর্ঘদিনের সমস্যা। নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধান করা হবে। এক প্রশ্নের জবাবে দলটির আমির সৈয়দ ফজলুল করীম বলেন, ভোটাররা নির্বিঘ্নভাবে ভোট দিতে পারলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে নির্বাচন কমিশন বর্তমানে সুষ্ঠু নির্বাচন করতে অক্ষম বলে মনে করেন তিনি।