নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে
- আপডেট সময় : ০৮:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি অপরাজনীতির মুল হোতা। সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি ও জঙ্গীদের পৃষ্ঠপোষকতা করে, তারা আর যেন ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মোটরচালক লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময়, ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগ ও সংশয়ের সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে দেশ ধ্বংসের দিকে যাবে।
মোটরচালক লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ পেলে, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী।















