কলেজ ছাত্রী মালা হত্যা মামলা আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / ১৮০৫ বার পড়া হয়েছে
বরগুনায় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ফারিয়া আক্তার মালা হত্যা মামলার প্রধান আসামী প্রভাষক আলমগীর হোসেন পলাশকে ফাঁসি, অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে যাবজ্জীবন ও রিয়াজকে সাত বছর কারাদন্ডাদেশ দিয়েছে বরগুনার নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
দুপুরে বরগুনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান ২৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে এ আদেশ দেন। এ মামলার অপর আসামী ইমা রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ২০১৭ সালের ২৪ অক্টোবর সকাল ১০টার দিকে বিপ্লবের স্ত্রী তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। সকাল সাড়ে ১১টার দিকে মালাকে কুপিয়ে হত্যা করে পলাশ। পরে মরদেহ সাত টুকরো করে ড্রামে ভরে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। তদন্ত শেষে পুলিশ এ মামলায় পলাশ, বিপ্লব, রিয়াজ ও বিপ্লবের স্ত্রী ইমা রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।