বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ফিলিস্তিন-বুরুন্ডি
- আপডেট সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে ফিলিস্তিন-বুরুন্ডি। যেখানে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ফিলিস্তিনের আর নিজ মহাদেশের বাইরে প্রথম শিরোপা জিততে চায় বুরুন্ডি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
৬ দেশ নিয়ে আসর শুরু হলেও, শেষ পর্যন্ত লড়াইটা যে কেবল সীমাবদ্ধ ফিলিস্তিন আর বুরুন্ডির মধ্যে। তবে বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক ভুলে ফাইনালে ছাড় দিতে নারাজ এশিয়া আর আফ্রিকার দুই দেশ। আসরে দারুণ ছন্দে আছে বুরুন্ডির ফুটবলাররা। বুরুন্ডির ১০ গোলের ৭টিই স্ট্রাইকার জসপিনারার। রেংকিয়ের ১৫১ নম্বরে থাকা দলটির মূল শক্তি আক্রমণভাগ। তাই ফিলিস্তিনের বিপক্ষে আক্রমণত্মক কৌশল নিয়েই মাঠে নামবে আফ্রিকান দেশটি। অন্যদিকে, রেংকিয়ে ১০৬ এ থাকা ফিলিস্তিন, আসরের এখনো কোন গোল হজম করেনি। সাফল্যের ধারা অব্যাহত রেখে শিরোপা ধরে রাখাটাই চ্যালেঞ্জ ফিলিস্তিনের।













