বিএনপি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিএনপি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল অভিযোগ করছে না। কারণ বিএনপির রাজনীতিই হচ্ছে অভিযোগ আর নালিশের। সোমবার, সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ বিরোধীদল মন্তব্য করে তিনি বলেন, তারা রাজপথের আন্দোলন কিংবা নির্বাচন সবক্ষেত্রেই পরাজিত। সিটি নির্বাচনে ধানের শীষের বিজয় দিবাস্বপ্ন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, পরাজিত হয়ে বিএনপি অপরাজনীতি আর সহিংসতার আশ্রয় নিলে ভুল করবে।













