একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের “একাউন্টিং উইক” শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের “একাউন্টিং উইক” শুরু হয়েছে। সপ্তাহজুড়ে এই আয়োজনের উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
একাউন্টিং উইকের উদ্বোধন শেষে নেচে-গেয়ে উল্লাস করে তারা। এরপর, আবৃত্তিসহ দিনের নানা কর্মসুচির মাধ্যমে দিনটি উদযাপন করে অংশগ্রহণকারীরা। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে খেলাধুলা, নাচ, গান, বিজনেস প্ল্যান কম্পিটিশন, রেফেল ড্রসহ নানা আয়োজন রয়েছে। শিক্ষার্থীরা এমন আয়োজনের ছবি তুলে হৈ-হুল্লোড় করে আনন্দ প্রকাশ করে। এতে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।