চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দু’জনের।
গেলো ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এখন পর্যন্ত ৪১ জন এই নতুন ভাইরাসের আক্রান্ত হয়েছে বলে জানায় চীন। তবে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় এক হাজার ৭শ । ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রথমেই যে লক্ষণগুলো পাওয়া গেছে তা হলো শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি। এখন থেকে চীনের উহান থেকে আসা যাত্রীদের সিঙ্গাপুর এবং হংকংয়ের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করছে কর্তৃপক্ষ। এদিকে, যুক্তরাষ্ট্রও শিগগির সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস ও নিউইয়র্কের প্রধান বিমানবন্দরে একই ধরনের কার্যক্রম শুরু করবে।