ফের মেয়র নির্বাচিত হলে ঢাকাকে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন আতিকুল ইসলাম

- আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ফের মেয়র নির্বাচিত হলে ঢাকাকে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। আর পরিস্থিতি যা-ই হোক শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। নবম দিনের নির্বাচনী গণসংযোগে এ সব কথা বলেন তারা।
রাজধানীর খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে থেকে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করনে, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। প্রচারনায় ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে, নির্বাচন কমিশন ও ইভিএম নিয়ে আশঙ্কা কথা জানান তিনি।
এদিকে, কচুক্ষেত, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবম দিনের নির্বাচনী গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। ফের মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকার পরিবহন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়তে মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিক সেবা আরো সহজ করার কথাও জানান অতিকুল ইসলাম।