সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে তিন লাখ টাকা মুক্তিপন দাবিতে অপহৃত দুই জেলে এখনো উদ্ধার হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৯১৭ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে তিন লাখ টাকা মুক্তিপন দাবিতে অপহৃত দুই জেলে এখনো উদ্ধার হয়নি।
শুক্রবার ভোররাতে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা তাদেরকে অপহরণ করে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভাব হয়নি। বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে বাটুলা নদীতে মাছ ধরতে যায় অপহৃতরা। তাদের অপহরণ করে মাথাপিছু তিন লাখ টাকা করে দাবি করে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা।























