৫ ঘন্টা বন্ধ থাকার পর ভোর ৬টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
 - / ১৬২৬ বার পড়া হয়েছে
 
ঘনকুয়াশার কারণে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ভোর ৬টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গেল রাত ১টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দিক নির্ণয় দেখতে না পাওয়ায়, ৫টি ফেরি মাঝ নদীতে বিভিন্ন পয়েন্টে নোঙরে রাখতে বাধ্য হয় চালকরা। এ সময় শিমুলিয়া ঘাটে আটকা পড়ে তিন শতাধিক ছোট-বড় যানবাহন। আজ ভোর ৬ টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি যানবাহন পারাপার করছে।
																			
																		













