ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে

- আপডেট সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রচারণাকালে অবহেলিত এলাকার উন্নয়নে বিশেষ নজর দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে, দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের অভিযোগ, সিটি কর্পোরেশনের উন্নয়নের নামে এতদিন টাকা লুটপাট করেছে সরকার। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত কর্পোরেশন উপহার দিতে চান তিনি।
নৌকা প্রতীক সমর্থকদের সাথে নিয়ে দুপুর থেকে সন্ধ্যা অবধি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছুটে চলেন কামরাঙ্গীরচর ও লালবাগের ভোটারদের কাছে। মঙ্গলবার প্রচারণায় যুক্ত হন যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। উন্নয়নের অপেক্ষাকৃত কম ছোঁয়া লাগা ৫৪, ৫৫ , ৫৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জনসংযোগ করেন দক্ষিণ সিটিতে নতুনভাবে অন্তর্ভূক্ত ৭৫ নম্বর ওয়ার্ড এলাকায়। ত্রিমোহনী এলাকার অনুন্নয়নের পেছনের আর্থিক লুটপাটের অভিযোগ করেন তিনি। পরে প্রচারণার বহন নিয়ে ঘুরেন মাদারটেক, খিলগাঁও ও বাসাবো এলাকায়।