আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ভুল করে ইউক্রেন এয়ারলাইন্সের বিমান ভূপাতিত করার স্বীকারোক্তি দেয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের তৃতীয় দিনে তেহরান ও ইস্পাহান শহরে বিশ্ববিদ্যালয়ের বাইরে শাসকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা গেছে। কোনও কোনও স্থানে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসও নিক্ষেপ করেছে পুলিশ। সাংস্কৃতিক ব্যক্তিরাও নিজ নিজ অবস্থান থেকে বিক্ষোভে শামিল হচ্ছেন। চলচ্চিত্র পরিচালক মাসুদ কিমিয়াইসহ বেশ কয়েকজন শিল্পী অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। বিমান ভূপাতিত করার কারণ নিয়ে মিথ্যা তথ্য দিতে বাধ্য হওয়ায় পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনের দুই উপস্থাপক।