স্বাদে বিশ্বময় খ্যাতি ছড়ানো সিলেটের কমলা ক্রমেই হারিয়ে যেতে বসেছে

- আপডেট সময় : ১১:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
স্বাদে বিশ্বময় খ্যাতি ছড়ানো সিলেটের এক সময়ের ঐতিহ্যবাহী কমলা ক্রমেই হারিয়ে যেতে বসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিপণন জটিলতা ও প্রণোদনার অভাবেই এমনটি হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ বিভাগ বলেছে, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিলেট ও মৌলভীবাজারকে ঘিরে কমলার উৎপাদন বাড়াতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
একসময় সিলেটের পাহাড়-টিলাবেষ্টিত এলাকায় প্রচুর পরিমান কমলা চাষ হতো। গাছে পাকা কমলার এমন দৃশ্য প্রায় প্রত্যেকটি বাড়িতেই দেখা যেতো। কালের পরিক্রমায় যা হারিয়ে যেতে বসেছে। এ অঞ্চলের প্রকৃতি আর মাটির গুনাগুনের কারণে সিলেটী কমলার স্বাদও খ্যাতি ছড়ায় বিশ্বময়। কিন্তু বিপনন জটিলতা আর প্রনোদনার অভাবে সিলেটে দিন দিন কমে যাচ্ছে সুমিষ্ট এই ফলের চাষ। ব্যক্তি পর্যায়ে কিছু উৎপাদন হলেও বানিজ্যিক উৎপাদন খুবই কম।
সরকারী হিসেবে সিলেট অঞ্চলে বসতবাড়ি ও বানিজ্যিক মিলে মাত্র ৫১০ হেক্টর জমিতে কমলা চাষ হয়। যদিও সরকারী সহযোগিতার অভাবে উপযুক্ত ভূমি থাকলেও চাষের আওতা বাড়তে পারছেন না চাষিরা।
সিলেট ও মৌলভীবাজারে কমলার উৎপাদন বাড়াতে প্রকল্প হাতে নিয়েছে সরকার।