আবুধাবি সাসটেইনেবল উইক ও জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ এবং ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ডস সেরিমনি’তে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে বেলা ১১টায় ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ডস সেরিমনি’তে যোগ দেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হোটেলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেবেন। পরদিন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের একটি হলে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’-এর উপর সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন। এরপর তিন দিনের আমিরাত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
																			 
																		



















