রাজধানী ঢাকায় দু’দিন পর সূর্যের উঠলেও তাপমাত্রা কমেছে

- আপডেট সময় : ০১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় দু’দিন পর সূর্যের উঠলেও তাপমাত্রা কমেছে। দু-এক দিনের মধ্যে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী সপ্তাহে আবার তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, তীব্র শীতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর এবং শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত নানা রোগে।
জানুয়ারি মাসের তিনটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর দ্বিতীয়টি শেষ হতে চলেছে। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক বললেন, আগামী সপ্তাহে আবারো আসতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ।
এদিকে, টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহের প্রভাবে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক জানান, শীতের প্রভাবে শিশু ও বয়স্করারা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত নানারোগে। শ্বাসকষ্টজনিত সমস্যা এড়াতে সতর্ক হওয়ার পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।