চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
এরই মধ্যে রোববার শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণাও। নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয়ার আগে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৭০টি। যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৮টি। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীসহ মোট ৬ জন।