ইভিএম মেশিনের প্রতি ভোটারদের আস্থা নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ইভিএম মেশিনের প্রতি ভোটারদের আস্থা নেই উল্লেখ করে অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে নতুন এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা বলেন আমীর খসরু। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী মাঠে থাকবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নীতি নির্ধারক। তিনি বলেন ইভিএমকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করতে দু’এক জায়গায় বিএনপির প্রার্থীকে সরকার কৌশলে ছাড় দিলেও এতে কখনো জনরায় প্রতিষ্ঠিত হবে না। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হলে অবিলম্বে ইভিএম থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।






















