ট্রাম্প যেনো একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে না পারেন, সে বিষয়ে একটি প্রস্তাব পাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেনো একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে না পারেন, সে বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে।
বৃহস্পতিবার ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন বিরোধী ডেমোক্র্যাট দলের সদস্যরা। প্রস্তাবের পক্ষে ২২৪ ভোট এবং বিপক্ষে ১৯৪ ভোট পড়ে । ৩০ ভোটে পাস হয় প্রস্তাবটি। এরই মাধ্যমে প্রেসিডেন্টের এককভাবে যুদ্ধ শুরু করার ক্ষমতা খর্ব করা হয়। এ সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সোলাইমানিকে হত্যার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও বেশি নিরাপদ করেছেন, এ বক্তব্য বিশ্বাসযোগ্য নয়।





















