শেরপুরে ১৬ বছর ধরে শিকলে বন্দী অবস্থায় এক তরুণী

- আপডেট সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে ১৬ বছর ধরে শিকলে বন্দী অবস্থায় রয়েছে মুসলিমা আক্তার নামে এক তরুণী। পরিবারের দাবি, মুসলিমা মানসিক প্রতিবন্ধী। কারো যেন ক্ষতি করতে না পারে, সেজন্য শিকলে বেঁধে রেখে পেটের তাগিদে কাজে যায় তারা। যদি সরকার সহযোগিতা করে তাহলে সুস্থ হতে পারে মুসলিমা। এদিকে, উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ১৮ বছর বয়সী মেয়ে মুসলিমা। মানসিক প্রতিবন্ধী হওয়ায়, কারোর ক্ষতি যেন না করতে পারে সেজন্য হাত ও পায়ে শিকল দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখে প্রতিদিনই কাজে বের হয় মুসলিমার মা। ঝড়বৃষ্টি যা-ই হোক, সারাদিন কর্ম শেষে বাড়িতে মা না ফেরা পর্যন্ত মুসলিমাকে শিকলবন্দী হয়ে ঘরের মেঝেতেই শুয়ে থাকতে হয়। চিৎকার করলেও দেখতে আসে না কেউ– এমনটাই এখন স্বাভাবিক পরিবারের কাছে।
শিকলের বন্ধনে মুসলিমার হাতে ও পায়ে পড়েছে দাগ। তবে, উন্নত চিকিৎসায় সুস্থ হওয়ার আশা ব্যক্ত করেছেন প্রতিবেশীরা।
এদিকে, মুসলিমা আক্তারের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা ও তার থাকার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সটঃ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী, শেরপুর।
সেই সাথে মুসলিমার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।