চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ইভিএমে নির্বাচন অনুষ্ঠানের ফলে ভোট কারচুপির ঝুঁকি না থাকায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
দুপুরে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।এসময় এই উপ-নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও প্রতিযোগিতামূলক হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সাম্প্রতিক সময়ের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, বড় দলগুলো নির্বাচনে আগ্রহের সঙ্গে অংশ না নেয়ায় কিছু কিছু ক্ষেত্রে ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে চট্টগ্রাম-৮ আসানের নির্বাচনে সব দল ভালোভাবে অংশ নেয়ায় নির্বাচন সফল হবে বলেও আশার কথা জানান তিনি।













