স্থানীয়দের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দেয়ার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করার সময় স্থানীয়দের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার, কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।