নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে, নারীকেই এগিয়ে আসতে হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নারীর বিরুদ্ধে চলমান সহিংসতা প্রতিরোধে, নারীকেই আগে এগিয়ে আসতে হবে।
বিকেলে বনানীর ঢাকা গ্যালারিতে- উইনি উইমেন আয়োজিত দু’দিনের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে সমাজের নারীদের প্রতি যেসব নির্যাতন হয়, নারীরাই সেসব চিত্র তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের উদ্যোগ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ বলেও মন্তব্য করেন তিনি। প্রদর্শনীর উদ্যোক্তা জারিন সুবাহা রোদেলা জানান, ১৬ জন শিল্পীর ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। তিনি জানান, নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদের এমন আয়োজন, আগামীতে আরো বড় পরিসরে করা হবে।