গাইবান্ধায় বেইলী সেতুটি সংস্কার না করায়, চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে

- আপডেট সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আলাই নদীর উপর ৬০ বছর আগে নির্মিত বেইলী সেতুটি সংস্কার না করায়, চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। জেলা শহরের সাথে কয়েক উপজেলার প্রবেশ দ্বার হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেতুটি পার হতে হচ্ছে। দূর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সেতু নির্মানের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে আলাই নদীর উপর ১৯৬০ সালে এই বেইলি সেতুটি নির্মান করা হয়। জেলা শহরের সাথে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এই এই সেতু দিয়ে হাজারো মটর সাইকেল, রিক্সা-ভ্যান, সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাবাহন চলাচল করে। সংকীর্ন সেতুর দুই পাড়ে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না করায়, চরম দূর্ভোগে দু-পাড়ের কয়েক লাখ মানুষ।
সেতু নির্মাণের দাবিতে সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সেতুটি ভেঙ্গে ব্রিজ করার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে দ্রুত সেতু নির্মান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর।