দিনাজপুর, ,ময়মনসিংহ ও নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দিনাজপুর, ,ময়মনসিংহ ও নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
নড়াইল জেলা পরিষদের হলরুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির নেতা রুহুল ও শাপলার কাছে কম্বল তুলে দেয়া হয়।
দিনাজপুরের বিরলে দুঃস্থ্ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
এদিকে, ময়মনসিংহ নগরীর টিটিসির রেব-১৪ এর কার্যালয়ে তিন শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রেব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন আহমেদ।