৩০ ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ বাকশাল বিস্তৃত করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
৩০ ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ দেশে একদলীয় বাকশাল বিস্তৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, সভা-সমাবেশ করার স্বাধীনতা নেই বিএনপির। ভোটের অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি বর্তমান সরকার মানুষকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। তবে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করছেন। এর বিরুদ্ধে আন্দোলনের কথা জানান তিনি। ৩০ ডিসেম্বর বিএনপির ডাকা গণতন্ত্র হত্যা দিবসে পুলিশের অনুমতি না মেলায় সমাবেশ হয়নি বলে তিনি জানান। এর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণাও দেন রুহুল কবির রিজভী।