এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

- আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৫ বার পড়া হয়েছে
পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য প্রাপ্ত এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রিসভা-বৈঠকের শুরুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ খন্দকারকে বর্ণিত অ্যাওয়ার্ড এবং সংশ্লিষ্ট সনদ প্রধানমন্ত্রীর কছে হস্তান্তর করেন। এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড পুরস্কারটি অর্জনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। যা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সব শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর লক্ষ্যে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ বছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশ হতে সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।