ঢাকার দুই সিটির মেয়র পদে আজ প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামীলীগ ও বিএনপি

- আপডেট সময় : ১২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটির মেয়র পদে আজ প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামীলীগ ও বিএনপি।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ দিন শুক্রবার শেষ দিন হওয়ায় গতকাল সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন দলীয় কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা। সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী সেলিম ও অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুসহ ৮ জন । আর উত্তরের জন্য ফরম জমা দেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম, আদম তমিজি হকসহ ১২জন। তারা প্রত্যেকেই মেয়র পদে মনোনয়ন পাওয়ার আশা করেন।এদিকে আসন্ন ঢাকা সিটি করপোরেশনের জন্য আজই দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। দলীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী তাবিথ আউয়াল, ড. আসাদুজ্জামান রিপন ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।