বাঁধ দিয়ে মাছ ও ধান চাষে প্রবাহ হারিয়েছে কুষ্টিয়ার কুমার নদ

- আপডেট সময় : ০৮:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাঁধ দিয়ে মাছ ও ধান চাষে প্রবাহ হারিয়েছে কুষ্টিয়ার কুমার নদ। কচুরিপানা আর ঝোপঝাড়ে পরিপুর্ণ এই নদ এখন দখল ও দুষণে মৃত প্রায়। খনন প্রক্রিয়ার মাধ্যমে কুমার নদ পুনরুদ্ধার এবং দখল মুক্ত করার দাবি এলাকাবাসীর।
এক সময় প্রবল জোয়ার ছিল কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী এই কুমার নদ। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা ছাড়াও কৃষি ও মাছ আহরণে গুরুত্বপুর্ণ ভুমিকা ছিলো এই নদের। আগে পারাপারে নৌকার বিকল্প ছিলো না, এখন পার হওয়া যায় বাঁশের সাঁকো দিয়ে।
কয়েক বছর আগেও আশপাশের জমি চাষ হতো কুমার নদের পানি দিয়ে। সারা বছরই মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতো এলাকার কয়েক’শ পরিবার। এলাকার প্রভাবশালীরা নদীর মাঝে মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ও ধান চাষ করে নদের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। কুমার নদ দখল মুক্ত করতে শিগগির পদক্ষেপ নেয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার।