নির্বাচন কমিশন জনগণের ইচ্ছার বিরুদ্ধে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দিচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন জনগণের ইচ্ছার বিরুদ্ধে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মিদের সঙ্গে নিয়ে, সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের তিনি একথা বলেন। বিশ্বের অন্য দেশগুলো যখন ইভিএম পদ্ধতি থেকে বেরিয়ে আসছে, সেই মুহুর্তে নির্বাচন কমিশন এ পদ্ধতি ব্যবহারে রহস্য রয়েছে বলে দাবি করেন গয়েশ্বর রায়। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। একারণে নির্বাচনের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলছে জনগন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়, জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা থাকে না বলেও দাবি করেন গয়েশ্বর রায়।






















