মধুর ক্যান্টিনের পাশে থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার

- আপডেট সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পুরনো ফটকের সামনে থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর প্রতিক্রিয়ায় প্রোক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যই এ কাজ করা হয়েছে। আর পুলিশ বলছে, তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হবে– কে বা কারা এর সাথে জড়িত।
ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এভাবেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে পড়ে থাকা ককটেলটি।
এর আগে বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে কে বা কারা আচমকা একটি ককটেল ছোড়ে। এ সময় মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ঘটনার আতংকে ক্যাম্পাস ছেড়ে যান তারা। পরে খবর পেয়ে মধুর ক্যান্টিনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর। ঘুরে দেখেন ঘটনাস্থল, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
পুলিশ বলছে, পুরো বিষয়টি তদন্ত করে ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে, ডাকসুতে হামলার বিষয়টি ভিন্নখাতে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন প্রগতিশীল শিক্ষার্থীরা।