তুরস্কে অভিবাসীবাহী নৌকাডুবিতে বাংলাদেশিসহ অন্তত ৭ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
তুরস্কের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে বাংলাদেশিসহ অন্তত ৭ জন নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত তিনটায় ইরানের সীমান্তবর্তী লেক ভ্যানে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এক বিবৃতিতে তুরস্কের বিতলিসের গভর্নর জানান, অভিবাসী বোঝাই নৌকাটি লেক ভ্যানের উত্তর তীরে আদিলসেভাজ জেলার দিকে যাওয়ার সময় উল্টে যায়। পরে লেক থেকে পাঁচজনকে মৃত ও ৬৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মৃত্যু হয়। উদ্ধারকৃতদের নিকটস্থ একটি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। নিহতরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে। তবে নৌকাতে ঠিক কত জন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি।