খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস চালাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬০২ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক সংবর্ধনা সভায় এই অভিযোগ করেন তিনি। সদ্য ঘোষিত কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, সেই অর্জনকে বিনষ্ট করতে একটি পক্ষ সক্রিয় হয়েছে। আর বিএনপি-জামায়াতের পক্ষ থেকে ওই পক্ষটিকে মদদ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।