ডাকসুতে হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

- আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুতে হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরসাথে কথা বলেন তিনি, জানান, ডাকসুতে হামলার ঘটনায় যারা জড়িত তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
বড়দিন উপলক্ষে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানানা,ভিপি নুরের উপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।