তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ
																
								
							
                                - আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
 - / ১৬৪৩ বার পড়া হয়েছে
 
তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানারোগে। এক সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। এক্ষেত্রে সতর্ক থাকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শীতের প্রকোপ ভালোই টের পাওয়া যায়, ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ড কিংবা আউটডোরে। অন্য সময় যেখানে প্রতিদিন গড়ে শিশু রোগী আসতো ২০০ থেকে আড়াইশো, কয়েকদিন ধরে রোগী আসা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিনশো থেকে চারশ। নতুন আগতদের অধিকাংশই নিউমোনিয়া, ঠান্ডা জ্বর, ডাইরিয়ার মত রোগে আক্রান্ত।
অভিভাবকরা জানান, হঠাৎ করেই পাতলা পায়খানা, জ্বর, স্বাসকষ্ট আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে শিশুরা।
শিশুদের ঠান্ডাজনিত সমস্যা এড়াতে এই সময় ঘর থেকে বের না করাসহ গরম পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের।
ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ হলে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ।
																			
																		













