গ্রামের ক্ষতিগ্রস্ত ২৫ জন জমি মালিকের মাঝে ৩৯ লাখ ৪০ হাজার ৫শ’ ৯১ টাকার চেক বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের ক্ষতিগ্রস্ত ২৫ জন জমি মালিকের মাঝে ৩৯ লাখ ৪০ হাজার ৫শ’ ৯১ টাকার চেক বিতরণ করা হয়েছে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের মধুমতি নদীর উপর নির্মিত কালনা সেতু ও মুকসুদপুরে রেল লাইন নির্মাণে এসব জমির মালিককে চেক হস্তান্তর করা হয়। কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খানকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক।

















