কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
আমদানি করা পেঁয়াজের সরবরাহ আর দেশি পেঁয়াজ বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। এদিকে খাঁসির মাংস কেজিতে বেড়েছে ১শ থেকে দেড়শো টাকা পর্যন্ত। এ দিকে ঘন কুয়াশায় রাস্তায় আটকা পড়েছে সব ধরণের পণ্যবাহী গাড়ি। তাই বেড়েছে সব ধরণের সবজি ও মাছের দাম।
বাজারে দেশি নতুন পেঁয়াজ আসায় কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে নতুন দেশী পেঁয়াজের কেজি ১শ টাকা, আর চায়নার ৫০, পাকিস্তানের ১৩০ ও মিয়ানমারের পেঁয়াজ ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ঘন কুয়াশায় পন্যবাহী গাড়ি আটকা পড়ায় কেজিতে ১৫ থেকে ২০ টাক দাম বেড়েছে সব ধরণের সবজির।
ইলিশ মৌসুম শেষ হওয়ায় প্রতি হালি বিক্রি হচ্ছে আড়াই থেকে সাড়ে ৩ হাজার টাকায়। আর সরবরাহ কমের অজুহাতে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরণের মাছের দাম ।
গত সপ্তাহের মতই আছে চালের বাজার। তবে নতুন চাল আমদানি হওয়ায় ২ থেকে ৩ টাকা কমেছে নাজির শাইল ও পোলাউর চালের দাম ।
এদিকে, ১শ থেকে দেড়শ’ টাকা কেজিতে বেড়েছে খাসির মাংসের দাম। আর গরুর মাংস সরকারি দামে বিক্রি হলেও ব্রায়লার মুরগী ১২৫ টাকা, লাল কক ১৭০, দেশী মুরগী ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।























