রাজাকারের তালিকা তৈরির পেছনে কোন ষড়যন্ত্র আছে কি না?
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
রাজাকারের তালিকা তৈরির পেছনে কোন ষড়যন্ত্র আছে কি না, তা বের করতে তদন্তের আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় কিভাবে মুক্তিযোদ্ধাদের নাম আসলো বিষয়টি তদন্ত করা দরকার। কারণ মুক্তিযোদ্ধাদের এতে সম্মান হানি হয়। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন তুলে প্রমাণ করেছেন তার দল রাজাকারদের পৃষ্ঠপোষক। জিয়াউর রহমান ও খালেদা জিয়া পাকিস্তানের স্বপক্ষের শক্তি বলেও দাবি করেন ডক্টর হাছান মাহমুদ।






















