বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ২২টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ২২টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে কাস্টমস ।
সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটটি পৌঁছলে যাত্রী মোমিন উদ্দিন মামুনকে তল্লাশি করে কাস্টমস কতৃর্পক্ষ। পরে তার কাছে থেকে আড়াই কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান জানান, মামুনের পাসপোর্টসহ কাগজপত্র পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিমাসে দুবাই যাওয়া-আসার তথ্য পাওয়া যায়।পরে তার জুতার ভেতরে কালো টেপ দিয়ে মুড়ানো স্বর্ণ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।























