হোল্ডিং ট্যাক্স ঘরে বসেই দেয়ার সুযোগ করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশিরভাগ নাগরিক সেবা ঘরে বসেই দেয়ার সুযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো এবং স্মার্ট সিটি সেমিনারে একথা জানান তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা এখন পৃথিবীর অন্যতম মেগা সিটি। এ শহরকে স্মার্ট সিটির তালিকায় আনতে গণপরিবহন এবং বিভিন্ন লেনদেনে স্মার্ট পদ্ধতি চালু করা হবে। প্রথমবারের মত স্মার্ট সিটি এক্সপোতে অংশ নিচ্ছে সরকারী বিভিন্ন সেবাদানকারী সংস্থা, ভবন নির্মাণ, স্থপতি ও প্রযুক্তি প্রতিষ্ঠান।