কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার।
সম্মেলনকে ঘিরে কুষ্টিয়া শহরে সাজ সাজ রব। পুরো শহর ফেষ্টুন-ব্যানারে ছেয়ে গেছে। সম্মেলন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে দফায় দফায় বৈঠকও করেছেন দলীয় নেতাকর্মিরা। তৃণমুলের নেতা কর্মিদের সাথে যাদের সম্পর্ক রয়েছে এবার নেতৃত্বে তাদেরকে দেখতে চায় নেতাকর্মিরা। এদিকে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ পুরো জেলায় সম্মেলনের পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে। জেলা শহরেও বিশৃংলার কোন আশংকা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর দল যাকে মনোয়ন দেবে তাকে মেনেই কাজ করবেন বলে জানান জেলা আওয়ামী লীগের এই দুই নেতা।





















