টি-টেন লিগের শিরোপা জিতে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৬২৭ বার পড়া হয়েছে
টি-টেন লিগের শিরোপা জিতে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটরসকে ৮ উইকেটে হারিয়েছে ডুয়াইন ব্রাভোরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই শেন ওয়াটসনের উইকেট হারায় ডেকান গ্ল্যাডিয়েটরস। ৩৪ রানের মধ্যেই সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ, ড্যান লওরেন্স আর কিরন পোলার্ড। এরপর আসিফ খানের অপরাজিত ২৫ আর ভানুকা রাজাপাকসের ২৩ এ ভর করে ৮৭ রানের পুজি পায় ডেকান। জবাবে চ্যাডউইক ওয়ালটন আর ক্রিস লিনের উদ্বোধনী জুটিই জয়ের পথে রাখে মারাঠাকে। ১৬ করে টুর্নামেন্ট সেরা ক্রিস লিন ফিরলেও ম্যাচসেরা চ্যাডউইক ওয়ালটনের অপরাজিত ৬১ রানে, ১৬ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে মারাঠা অ্যারাবিয়ানস। একই রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কালান্দার্সকে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স।


















