বড় লজ্জা দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলো পাকিস্তান
- আপডেট সময় : ১১:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বড় লজ্জা দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলো পাকিস্তান। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫ রানে হেরেছে আজহার আলীর দল। এ জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা।
৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে ২৭৬ রান দরকার ছিলো পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত সেই সমীকরণ আর মেলাতে পারেনি আজহার আলীরা। বিফলে গেছে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধ। পাঁচ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৯৫ রানে রিজওয়ান ফিরলেও, সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। ১০৪ রান আসে তার ব্যাট থেকে। শেষের দিকে ইয়াসির আলী করেন ৪২ রান। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয় পাকস্তান। জশ হ্যাজলউড নেন ৪ উইকেট। তার আগে, ম্যাচ সেরা মার্নাস লাবুশানের ইনিংস সর্বোচ্চ ১৮৫ রানে সুবাদে প্রথম ইনিংসে ৫৮০ রানে পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। আর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিলো ২৪০ রানে।




















