জনগণের প্রত্যাশিত বিকল্প রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে জাতীয় পার্টি

- আপডেট সময় : ০৮:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
জনগণের প্রত্যাশিত বিকল্প রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে জাতীয় পার্টি। জানালেন, দলের চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টিকে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জামালপুরের আইনজীবীদের দলে যোগদান অনুষ্ঠানে একথা বলেন জি এম কাদের।
ঢাকার বনানী কার্যালয়ে জামালপুরের আইনজীবীদের জাতীয় পার্টিতে যোগদানের পর বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
এ সময় দলের নেতাকর্মীদেরকে তিনি দলের নিয়ম-কানুন মেনে চলে এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা এরিক এরশাদের প্রসঙ্গ তুললে জিএম কাদের, বিষয়টি নিয়ে কাঁদা ছোঁড়াছুড়ি না করার আহ্বান জানান।
রাজনীতি করতে গেলে নানা শক্তি নানাভাবে বাধা দেয় জানিয়ে, দলকে শক্তিশালী করতে সবার সহযোগিতা চান জিএম কাদের।