চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে তিনজন নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
 - / ১৬৬০ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অনেকে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শনিবার রাতে পাহাড় থেকে তিনটি বন্যহাতি নেমে আসে লোকালয়ে। বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ও গ্রামে তাণ্ডব চালিয়ে আজ সকালে মাঠে কর্মরত কৃষকের ওপর হামলা করে। এসময় চৌধুরীহাট এলাকার আবু তাহের, চান্দারহাটের জাকির হোসেন ও পশ্চিম জৈষ্ঠপুরার মোহাম্মদ আলী হাতির আক্রমনে নিহত হয়। এছাড়া গুচ্ছগ্রাম এলাকার বেশ কয়েকটি কাচা বাড়িঘরে ভাংচুর চালায় হাতির দল। সেখানেও বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
																			
																		
















