মাসকাট থেকে আসা একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, গোপন খবর পেয়ে দুপুরে মাসকাট থেকে সালাম এয়ারের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে ফ্লাইটটি ঘিরে অবস্থান নেয় এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।যাত্রীরা নামার পর তাদের নজরদারিতে রেখেই বিমানটি তল্লাসী করে টয়লেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে তারা।