কুষ্ঠ প্রতিবন্ধীদের জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য ১০ জনকে পুরস্কৃত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
 - / ১৬০৩ বার পড়া হয়েছে
 
কুষ্ঠ প্রতিবন্ধীদের বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের ১০ জন রিপোর্টারকে পুরস্কৃত করেছে লেপরোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, প্রতিবন্ধী-বান্ধব গণপরিবহণ করা এখন সময়ের দাবি। কৃষিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়াতে সরঞ্জাম আমদানির বিষয়ে এবং স্বল্প সুদের ঋণ দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করবেন বলেও জানান তিনি। প্রতিবন্ধীদের উৎপাদিত ফসলের বাজার তৈরি করা নিয়ে প্রতিবেদনের জন্য এসএটিভির প্রতিবেদক নিয়ামুল সাদেক প্রথম পুরস্কার পান। এছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের আরো ৯ জনকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
																			
																		













