বিদেশ থেকে শ্রমিকরা দেশে লাশ হয়ে ফিরে আসুক সরকার এটা কখনো চায় না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বিদেশ থেকে শ্রমিকরা দেশে লাশ হয়ে ফিরে আসুক সরকার এটা কখনো চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যলয়ে সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়ে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কর্মরত আছে ১ কোটি ২২ লাখেরও বেশি বাংলাদেশী ।এছাড়া কিছু শ্রমিকের মৃত্যু অনেকটা স্বাভাবিকভাবে হয় উল্লেখ করে শ্রমিক মৃত্যু নিয়ে ভিন্নভাবে উপস্থাপনের কোন সুযোগ নেই বলেও জানান তিনি। বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সেবায় সরকার সবসময় আন্তরিক জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে সরকার।